কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে নানীর বাড়ি বেড়াতে এসে সিএনজির চাপাাঁয় ৫ বছরের শিশু জাবেদ হাসানের মর্মান্তিক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের আটলাব (গোয়ালিয়া বাড়ি) এলাকায় রাস্তায়। ঘটনার পর চালক সিএনজি রেখে পালিয়ে গেছে।
পরে আশ-পাশের লোকজন দৌড়ে এসে ওই শিশুকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. লুবনা খানম তার মৃত্যু নিশ্চিত করেন। নিহত ওই শিশুর বাড়ি মিরপুর পাইকপাড়া এলাকায়। তার বাবার নাম তারেক হাসান।
পারিবারিকভাবে জানা যায়, কয়েক দিন আগে নিহত শিশু জাবেদ হাসান তার মা ও বাবাসহ নানীর বাড়ি আটলাব বেড়াতে আসে। পরে বুধবার সময় আনুমানিক ৬ টার দিকে কাপাসিয়া- কালীগঞ্জ সড়কের গোয়ালিয়া বাড়ি নামক সড়কের নানীর বাড়ি সংলগ্ন রাস্তার পাশে খেলতে ছিল সে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী সিএনজিটি ওই শিশু বাচ্ছাকে চাপাঁ দিলে ঘটনাস্থলেই সে মারা যায় বলে জানান স্থানীয়রা।