কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো সোমবার রাতে শ্বাসকষ্ট নিয়ে আব্দুল কাইয়ুম (৬০) নামে এক বৃদ্ধ ভর্তি হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাতটার দিকে ওই বৃদ্ধ মারা যায়।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিসেলি ঘোষ মুনমুন জানায়, শ্বাসকষ্ট ও হাঁপানি নিয়ে আব্দুল কাইয়ুম নামে ওই রোগী জরুরি বিভাগে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। ওই বৃদ্ধ শুধু তার পিতা মৃত আব্দুর রশিদ এবং এই (০১৭৮৮৫৫২৪১২) মোবাইল নম্বরটি বলতে পেরেছেন। কিন্তু এই নাম্বারটি বন্ধ থাকায় তার বাড়ি, আত্মীয়-স্বজন কারো খোঁজ এখনো পাওয়া যায়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ বলেন, ওই মৃত ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা সেটা জানার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হবে।
এ রিপোর্ট লেখা অবধি মৃত ব্যক্তির কোনো পরিচয় বা পরিবার পরিজনের সন্ধান পাওয়া যায়নি।