গাজীপুরের কালীগঞ্জে করোনা পরিস্থিতিতে কর্মহীন, অসহায়, হতদরিদ্রদের মাঝে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ একে এম ফজলুল হক মিলনের নির্দেশনায় মোক্তারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শনিবার সকালে মোক্তারপুর ইউনিয়নের দিঘুয়া ৮ নং ওয়ার্ড টেকপাড়া এলাকায় কর্মহীন, অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মোক্তারপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ফজলুল হক নয়ন বাগমার, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আমরুল কায়েস মিয়া, সাধারণ সম্পাদক এবাদুল্লাহ শেখ দুলাল, ওয়ার্ড সভাপতি ও সাবেক মেম্বার মোহাম্মদ জমির উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক আবু ইউসুফ খোকন, ইউপি সদস্য মোঃ সাইফুল্লাহ শেখ, ইউনিয়ন যুবদল সভাপতি মুনসুর আহমেদ প্রমুখ।
থানা বিএনপি’র সহ-সভাপতি মোঃ ফজলুল হক নয়ন বাগমার বলেন – মোক্তারপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সহ মোট ৯ ওয়ার্ডের ২ হাজার হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।