ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জরিমানা নগদ আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা। ২০ মার্চ দুপুরে উপজেলা সদর, খোদাদিয়া ও রাওনাইট বাজারে এ অভিযান পরিচালনা করে হয়।
কাপাসিয়া সদর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী বিল্লালকে ৫০ হাজার টাকা, কমল ও দুলালকে ৩ হাজার করে ৬ হাজার টাকা, সিদ্দিকুর রহমানকে ২ হাজার, শফিকুলকে ৫ হাজার, খোদাদিয়া বাজারের প্রদীপকে ২ হাজার ও রাওনাইট বাজারের পেঁয়াজ ব্যবসায়ী বাবুলকে ১০ হাজার, বেকারি মালিক রফিককে ৫ হাজার টাকা করে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ও অফিসার ইনচার্জ( তদন্ত) শেখ সাদিকসহ আইনশৃঙ্খলা বাহিনী অন্য সদস্যরা ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা বলেন, বাজারের স্বাভাবিক অবস্থা বজায় রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আতঙ্কিত না হয়ে সচেতনতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন তিনি।