আকবর হোসেন বাচ্চু,কাতার প্রতিনিধিঃ ঘড়ির কাটা যখন ১২ টা তখন ই শুরু হয় আলোর ঝলকানি। রাতের কালো আকাশ বর্ণিল রং এ আলোকিত হয়ে ওঠে। বিভিন্ন দেশের নাগরিক দের পাশাপাশি নববর্ষের আনন্দে সামিল হন প্রবাসী বাংলাদেশীরা।
বিদায় ২০১৮ সকল গ্লানি, হতাশা, ব্যর্থতা কে শেষ করে, নতুন উদ্মমে জীবন কে এগিয়ে নিতে
মধ্যপ্রাচ্যর দেশ কাতারে প্রবাসীরা বরন করে নিলো ২০১৯সাল কে।
মঙ্গলবার রাত ১২টা এক মিনিটে কেক কাটার মধ্যদিয়ে নতুন বছর কে স্বাগত জানান প্রবাসীরা।
কর্নিশে আরবীয় সাম্পানে সমুদ্র ভ্রমণের মধ্যদিয়ে থার্টিফাস্ট নাইট ও ইংরেজি নববর্ষের ২০১৯সাল কে বরণ করতে এসময় নাচে গানে মেতে উঠেন তরুণ তরুনী, নারী, পুরুষ ও ছোট ছোট ছেলে মেয়েরা নতুন বছর কে স্বাগতম জানিয়ে মেতে ওঠে তারা।
কাতারে সমুদ্র সৈকত কর্নিসে এ উৎসব আয়োজনকে ঘিরে ,নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
এতে উপস্থিত ছিলেন রূপসী বাংলা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা বাবু তপন মহাজন, সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সৈয়দ আরিফ উদ্দিন, মাঈন উদ্দিন চৌধুরী ও মুকুল চৌধুরী সহ অনেকে।
এসময় প্রবাসীরা প্রত্যাশা করেন নতুন বছর সকলের জীবনে আসবে সুখ শান্তি পাশাপাশি বাংলাদেশে নতুন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অনেক অভিনন্দন জানান।