আকবর হোসেন বাচ্চু, কাতার প্রতিনিধিঃ উপমহাদেশে প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগের গৌরবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখা। রাজধানী দোহার নাজমায় স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের শুরুতে কোরান তালোয়াত, জাতীয় সংগীতের প্রতি সম্মানপ্রদর্শন ও সদ্য প্রয়াত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক রাষ্টদূত মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর মৃত্যুতে একমিনিট নীরাবতা পালন করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনাহার আনুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন শাহ্।অতিথি ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা কপিল উদ্দিন, কাতার আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান।
এতে বক্তব্য রাখেন আশরাফ রায়হান, মাহাদী হাচান, মোঃ জিকো, মোঃ সুমন, আসিক,শেখ রাসেল পল্লব শিল মিশু, ওসমান
গনি,ফয়সাল,হাফিজ সহ অনেকে। বক্তারা বলেন ৫২র মাতৃভাষা আন্দোলন থেকে ৭১এর মুক্তিযুদ্ধ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রলীগের ভুমিকা ছিলো প্রথম কাতারে, ছাত্রলীগের সোনালি অর্জন গুলো ফিরিয়ে আনতে হলে সকল ছাত্রলীগ নেতাকর্মীদের বঙ্গবন্ধুর আদর্শে কে অনুসরণ করতে হবে।