করিমগঞ্জ সংবাদদাতা: প্রাণ ঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতায় করিমগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে করিমগঞ্জ থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা।
করোনা সচেতনতায় করিমগঞ্জ উপজেলায় টহল জোরদার সহ জনসাধারণের জরুরী প্রয়োজন ব্যতীত রাস্তায় চলাচল বন্ধের মাইকিং করেছেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মমিনুল হক, অকারনে রাস্তায় চলাচল আইন অমান্য কারীদের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব তসলিমা নুর হোসেন এসময় উপজেলার করিমগঞ্জ বাজার পুলঘাট এলাকায় টহল দেন করিমগঞ্জ থানার একদল পুলিশ সদস্য।
এতে অংশগ্রহণ করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব তসলিমা নুর হোসেন ও করিমগঞ্জ থানা অফিসার ইনচার্জ জনাব মমিনুল হক। করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মমিনুল হক এর নেতৃত্বে শনিবার (৪ এপ্রিল) ২০২০ ইং সকাল ৮টা থেকে সন্ধা ৭টা পর্যান্ত সংঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে করিমগঞ্জ উপজেলার বাজার সহ বিভিন্ন বাজারে চালানো হয়েছে করোনা ভাইসার প্রতিরোধ সচেতনতা মুলক প্রচার-প্রচারণা।
এ বিষয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল হক নিউজ এর প্রতিবেদককে বলেন,আজ শনিবার সকাল থেকে সারা দিন ব্যাপি করিমগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে চেক পোস্ট বসিয়ে মোটরযানের বৈধ কাগজ পত্র, হেলমেট আছে কিনা সেটা চেকিং এর মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।সেই সময় কোন মোটর সাইকেলে একজনের বেশি দু’জন আরোহী থাকলে তৎক্ষণাত তাদের থামিয়ে দিয়ে, একজনকে মোটর সাইকেল থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
করিমগঞ্জ বাজারে সকাল থেকে বিকাল পর্যান্ত প্রাণ ঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জন সচেতনতায় মাইকিং সহ বাজার মনিটরিং করা হয়েছে। মাইকে প্রচারণাকালে কর্মকর্তাবৃন্দ বলেন, করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করতে পারে। এজন্য যেকোন ধরনের লোকসমাগম থেকে সবাইকে বিরত থাকতে হবে। হ্যান্ডসেক, কোলাকোলি না করাসহ অ-প্রয়োজনে ঘরের বাহির না হওয়ার পরামর্শ দেয়া হয়। জরুরি প্রয়োজনে ঘরের বাহিরে বের হলে মুখে মাস্ক ব্যবহার, ময়লা হাত দিয়ে চোখ মুখ স্পর্শ না করা, বার বার হাত পরিষ্কার করার পরামর্শ দেয়াসহ করোনা ঝুঁকির সন্দেহে থাকলে আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ নেয়ার পরামর্শ দেন।
কোন ব্যবসায়ী পণ্যের অতিরিক্ত মূল্য আদায় করলে সাথে সাথে থানা পুলিশে অভিযোগ করতে বলা হয়। গুজব ছড়িয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুশিয়ারিও প্রদান করেন কর্মকর্তারা। দেশ ও জাতির কল্যাণার্থে তানোর বাসিকে সচেতন থাকার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে রাষ্ট্রীয় সকল নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানান ওসি।