করোনা পরিস্থিতিতে বিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষের আটজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৪।
শুক্রবার সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় ওই বিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
বিকেলে র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুজয় সরকার জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষের আটজনকে জরিমানা করা হয়েছে।
সূত্র: রাইজিং বিডি