করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। তবে জনসাধারণের সুবিধার্থে সাধারণ ছুটি চলাকালে নিত্যপণ্যের দোকান খোলা রয়েছে। এ সুযোগে কোনো ব্যবসায়ী যেন দামি বাড়িয়ে না দেয় এজন্য বিশেষ অভিযানে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম।
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মিরপুর-১ শাহআলী এলাকায় চাল ও পেঁয়াজের পাইকারি ও খুচরা বাজারে এ অভিযান চলছে। অভিযান পরিচালনা করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের এ মহামারি সময়ে যারা ভোক্তাদের জিম্মি করে অধিক মূল্য আদায় করবে তাদের কোনো ছাড় দেয়া হবে না। অভিযানে আমরা ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক করছি যে তারা যেন চাহিদার অতিরিক্ত পণ্য না কেনেন। বিক্রেতারা যেন মূল্য বেশি না নেন এবং কেউ বেশি পণ্য কিনতে চাইলে তাদেরকে যেন নিষেধ করে এ বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে। ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা টাঙাতে বলা হচ্ছে। পাশাপাশি ভোক্তারা যেন প্রয়োজন ছাড়া অযথা বাইরে না থাকেন এ জন্য পরামর্শ দেয়া হচ্ছে। এছাড়া ক্রেতা-বিক্রেতার স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মাস্ক, হ্যান্ড গ্লাভস ও হাত ধোয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
সূত্র: জাগো নিউজ