ইউরোপিয়ান ক্লাব ফুটবল স্থগিত হয়ে আছে অনির্দিষ্টকালীন সময়ের জন্য। ফলে মাঠের খেলা আপাতত বন্ধ থাকলেও, থেমে নেই মাঠের বাইরের খেলা। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় ক্লাবগুলো একজোট হয়ে নেমেছে বর্তমান লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

গত মাসে উয়েফার ‘ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’ আইন ভঙ্গ করায় কঠোর শাস্তি পেয়েছে ম্যান সিটি। দুই বছরের জন্য তাদের নিষিদ্ধ করা হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে, জরিমানা করা হয়েছে আড়াই কোটি পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াইশ কোটি টাকা)।

স্বাভাবিকভাবেই এ শাস্তি কমানোর জন্য আবেদন করেছে ইংল্যান্ডের ধনী এ ক্লাবটি। কিন্তু অন্যান্য ইংলিশ ক্লাবগুলো কিছুতেই চায় না, এ লড়াইয়ে জিতে যাক ম্যান সিটি। প্রিমিয়ার লিগের শীর্ষ দশ ক্লাবের মধ্যে আটটিই সরাসরি যোগ দিয়েছে সিটিজেনদের বিপক্ষে এ যুদ্ধে।

টেবিলের সেরা দশে থাকা ক্লাবগুলোর মধ্যে শুধুমাত্র শেফিল্ড ইউনাইটেড যোগ দেয়নি অন্যান্য ক্লাবগুলোর সঙ্গে। এছাড়া লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পারের মতো ক্লাবগুলো একজোট হয়ে একটি যৌথ আবেদন করেছে ক্রীড়াঙ্গনের সালিসি আদালতে। যাতে করে কিছুতেই শাস্তি না কমে ম্যান সিটির।

ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিনের চাপা ক্ষোভের কারণেই এভাবে একজোট হয়েছে ক্লাবগুলো। গত কয়েকবছর ধরেই টানা ‘ফাইনান্সিয়াল ফেয়ার প্লে’ আইন ভঙ্গ করে আসছে ম্যান সিটি। এবার যেহেতু তাদের শাস্তি দেয়া হয়েছে, সেটি বহাল রাখার জন্যই মূলত অন্যরকম লড়াইয়ে নেমেছে ক্লাবগুলো।

এই ঐক্যজোটের এক সুত্র জানিয়েছে, ‘আমাদের অনুভব হলো, অনেক হয়েছে, আর নয়। অনেকদিন ধরেই এসব আইন ভঙ্গ করে পার পেয়ে যাচ্ছিলো ম্যান সিটি। ফলে চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা থাকার পরেও একটি ক্লাব বঞ্চিত হচ্ছিলো। তবে ভয়টা হলো, এবারও তারা (ম্যান সিটি) শাস্তি কমাতে সফল হবে। আর তা যদি হয় তাহলে এর পরিণতি ভয়াবহ হতে যাচ্ছে।’

সূত্র: ডেইলি মেইল

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব টঙ্গীতে সাংবাদিককে কুপিয়ে জখম, থানায় মামলা তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত উত্তরায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৩ শাহজাদপুরে শিক্ষককে পিটিয়ে হত্যার প্রধান ৩ আসামী আটক উল্লাপাড়ায় লিচু ব্যবসায়ীকে ট্রাক থেকে ফেলে হত্যার রহস্য উদঘাটন আটক ৬ শাহজাদপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিমানবন্দর ও টঙ্গী এলাকা থেকে দলনেতাসহ ০৮জন ছিনতাইকারীকে গ্রেপ্তার এসএসসিতে উত্তরা মডেল একাডেমির অসাধারণ সাফল্য মুরাদনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে দেশ ও জাতির শান্তিকামনায় দােয়া করা হয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমরুল ইসলামের বর্ধিত সভা অনুষ্ঠিত নবজোয়ার তরুন সংঘের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ আটক -১ বেনাপোল সীমান্তে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার