আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে একটি বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।
শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়ায় এঘটনা ঘটে। বিয়ে অনুষ্ঠানে প্রায় শতাধিক লোকের সমাগম করে প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করে কন্যার বাবা আবু তাহের।
সরকারি আদেশ অমান্য করে জীবন বিপন্নকারী করোনা ভাইরাস বিস্তারের সম্ভাবনা তৈরি করার দায়ে তাকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান এবং একই সাথে অনুষ্ঠান বন্ধ করে দেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।
এসময় তিনি শনিবার বরের বাড়ীতে জনসমাগম করে বউ ভাতের আয়োজন বন্ধ করতে নির্দেশনা প্রদান করেন
Post Views: ৩০৮