বিনোদন ডেস্ক:
খুব শীঘ্রই আসছে কবি শাহিন আলম এর লেখা সিলেটি গান। গানটির সুর করেছেন শাহীন নুর। গানটি গাইবেন “সুন্দর লাগে গো” ভাইরাল গানের জনপ্রিয় কন্ঠশিল্পী ইউকে প্রবাসী আকিক হারুন এবং গানটির সংগীত আয়োজন করেছেন কন্ঠশিল্পী নিজেই। গানটি Akik Haroon Music ব্যানারে ইউটিউব চ্যানেল সহ অনলাইন মিউজিক এ্যাপ, ওয়েবসাইট প্লাটফর্মগুলোতে প্রকাশ করা হবে।
গানের বিষয়ে গানের গীতিকার কবি শাহিন আলম বলেন :- এই প্রথম সিলেটি গান লিখলাম, খুব ভালো লাগছে। নিজের আঞ্চলিক ভাষায় গান লিখতে পেরে। গানটির সুরকার শ্রদ্ধেয় শাহীন নুর ভাইয়া আমার লেখা এই সিলেটি গানের প্রথম সুরকার এবং প্রথম সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী হলেন ইউকে প্রবাসী আকিক হারুন ভাইয়া।
গানটি নিয়ে খুব আশাবাদী, এই গানের গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী।