কবিতা
সুদিন
আনোয়ার চিশতি -নেত্রকোণা
ভুলি না ভুলবো না
অতীতের গ্রামীন সেই দিন
যে দিন এনে দিয়েছে আমাকে
আজকের সুদিন।
একা অসহায় ধরায়
ছিলাম আমি হীন
মওলা ক্ষমতা, শক্তি দিয়ে
বাচিয়ে রেখেছে অনেক দিন।
বহুকাল কেঁদে ভিজিয়েছি জলে
সুন্দর মীন ছিলাম কূড়ে ঘরে
কতই না পরাধীন।
পাইনি টাকা কড়ি
বুঝিনি ধর্মীয় দ্বীন
এবার এসেছে যৌবন
সুধিতেছি অনেক ঋন।
ছেড়েছি অন্তরের হিংসা
কাউকে ভাসি না ভীন
গ্রাম কিংবা শহর লোকের
সকলের স্মৃতি থাকুক অমলিন।
রাসুল, চলে যাবো সহসাই
পরপারে কোন একদিন
লা ইলাহা ইল্লাল লাহু-নাম
মুখে রাখিয়া করিও জামীন।