বিনোদন প্রতিবেদক : সম্প্রতি গাজীপুরের ম্যাক্স ভ্যালী শুটিং হাউজে শেষ হইছে কেন ভুলে গেলি গানের মিউজিক ভিডিও গল্প নির্মিত গানটির ভিডিওরকাহিনী চিত্রনাট্য পরিচালনা করেছেন,, এ সময়ের তরুন নির্মাতা,, সাইফুল ভূইয়া ,, রং বিন্যাসে ছিলেন, জে এইচ জিসান,, ডি ও পি ,, ছিলেন লিপসন,, রাজিব হাসান মাটির কথা ও সুরে,,, এ গানটিতে কন্ঠ দিছেন শাহীন চৌধুরী সংগীতায়োজন করছেন এস পুলক,এই গানে মডেল ছিলেন,সূর্য রাজ,আনিশা খান, অরণ্য খান।
, এ সময়ের তরুন নির্মাতা সাইফুল ভূইয়া বলেন, চমৎকার একটি গানের করেছি আমরা ! আমি বরাবর মৌলিক গল্প নিয়ে কাজ করতে পছন্দ এবারো তার ব্যতিক্রম নয় ভিডিওর গল্প,, লোকেশন এবং নির্মান দর্শক রিদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস ,, আর গানটিও শ্রোতাদের হৃদয়ে দোলা দেওয়ার মতই ! আশা করছি সব মিলিয়ে দর্শক শ্রোতাদের ভালো লাগবে।
আর এম,, মিউজিক ও সলিড বাংলা লাইভ স্টুডিও এর চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম জানান, আাশা করছি এই গানটি দর্শকমহলে সাড়া ফেলবে বরাবরের মতই গানটি সবার পচ্ছন্দের তালিকায় থাকবে বলে আমি শতভাগ আশাবাদী। উক্ত গানটি আজ ৩০ শে জুন অফিশিয়াল আর এম মিউজিক
ইউটিউব চ্যানেলে বিকাল ৪ টায় প্রকাশ করা হবে।