নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার
২০২৪এর ফলাফল প্রকাশ হয়েছে আজ রোববার । এতে রাজধানীর তুরাগের উত্তরা মডেল একাডেমির ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য পেয়েছেন।এবার একাডেমি থেকে ১১ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সবাই কৃতকার্য হয়েছেন। পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছেন ০৪ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেওয়া ১০ জন ছাত্রছাত্রীর সবাই কৃতকার্য হয়েছেন। পাশের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছেন ০৪ জন। আর মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন ১ জন ছাত্রী। এ বিভাগেও শতভাগ পাশ। সকাল থেকেই তুরাগের ভাটুলিয়ায় অবস্থিত উত্তরা মডেল একাডেমির ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রী এবং তাদের অবিভাবকরা ফলাফল জানার জন্য আসেন । ফলাফল প্রকাশের পর সবাই আনন্দ-উল্লাসে মেতে উঠেন এবং অনেকেই একে অপরকে মিষ্টি মুখ করান।
উত্তরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মরিয়ম আক্তার এমন অসাধারণ সাফল্যে সব ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সব ছাত্রছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকের যৌথ প্রচেষ্টায় এ ভালো ফলাফল অর্জিত হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে।