বশির আলম সৌরভ : নীলা গানের অনেক জনপ্রিয়তার পর সবার ভালোবাসা ও অনুপ্রেরনায় আবারও নিয়াজ মাহমুদের কথায় কন্ঠ দিয়েছেন এই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় তরুন প্রতিভাবান কন্ঠ শিল্পি পরান আহসান । এবারের গানটির শিরোনাম নীলা ২ .. অত্যন্ত যত্ন করে গানটির সুর করেছেন সবার প্রিয় মিউজিশিয়ান রোজেন রহমান এবং পরান। গানটির মিউজিক করেছেন রোজেন রহমান । মিউজিক ভিডিওর পরিচালনা করেছেন তরুন পরিচালক রাজা আহমেদ এবং সহকারি পরিচালক ছিলেন বসির আলম সৌরভ । অভিনয়ে ছিলেন রাফা ও পরান নিজেই । গানটি খুব দ্রত রিলিজ হবে এম এন পি মিউজিক বাংলার ইউটিউব চেনেলে । গনের সাথে জরিত সবাই অনেক আশাবাদী গানটি নিয়ে ।