অনলাইন ডেস্ক ঃ জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে গাজীপুরে একটি এমএলএম কোম্পানির ২০ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে র্যাব। এ সময় জিম্মি অবস্থায় থাকা ১২ যুবককে উদ্ধার করা হয়।র্যাব জানায়, লাইফওয়ে বাংলাদেশ লিমিটেড নামে একটি এমএলএম কোম্পানি নিরীহ যুবকদের জিম্মির পর, পরিবারের কাছে চাঁদা দাবি করছে, এমন অভিযোগে চান্দনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বহুতল ভবন থেকে ওই কোম্পানির ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে আটক করা হয়।
উদ্ধার করা হয় জিম্মি অবস্থায় থাকা ১২ যুবককে। আটককৃতদের পেছনে শক্তিশালী নেটওয়ার্ক কাজ করছে বলেও জানায় র্যাব।