বশির আলম ( সৌরভ) : ঈদুল ফিতরকে সামনে রেখে এমএনপি মিউজিক বাংলার পক্ষ থেকে আসছে অসাধারণ একটি রোমান্টিক মিউজিক্যাল ফিল্ম (একটু ভালোবাসা) অসাধারণ গানটি লিখেছেন এমএনপি মিউজিক বাংলার কর্ণধার নিয়াজ মাহমুদ ভাই গানটি গেয়েছেন এবং সুর করেছেন রাজা আহমেদ গানটির মিউজিক করেছেন অমিত চ্যাটার্জি। গানটিতে অভিনয় করেছেন প্রিওম এবং অধরা
গানটির ভিডিও ডিরেক্টর বলেছেন খুব যত্নসহকারে ভিডিওটি বানানো হয়েছে আশা করি সবার ভালো লাগবে।
২৮ রমজান সন্ধ্যা ৭:৩০ মিনিট গানটি প্রকাশিত হবে এমএনপি মিউজিক বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।