— আচ্ছা মৌ, তুমি সব সময় রিকশার বাম পাশে বসতে চাও কেন..?
– হি হি, বাম পাশে বসলে তোমার কাঁধে মাথা রাখতে পারি যে…
— ডান পাশে বসেও তো কাঁধে মাথা রাখা যায়…
– হ্যাঁ রাখা যায় কিন্তু আমার বাম কাঁধটাই পছন্দের…
— কেন..? কোন কারণ আছে..?
– আছে, তুমি জানো না..?
— না…
– ছেলেদের ডান কাঁধের উপর তার পরিবার, বাবা, মায়ের দাবী থাকে… আর বাম কাঁধে তার স্ত্রীর দাবী থাকে…
— কিন্তু তুমি তো আমার স্ত্রী হওনি এখনো
– কি বললা এটা..?
— যাক গে, মজা করলাম… বলো কোথায় যাবা..?
– এই শোন, তোমাকে বলছি না তুমি সব বিষয় নিয়ে মজা করো সমস্যা নাই কিন্তু এই টাইপের মজা আমি একদম পছন্দ করি না…
— আচ্ছা বাবা ভুল হইছে, এখন বলো কোথায় যাবা..?
– জানি না…
.
মৌ মেয়েটা খুব রাগি… বিশেষ করে ইমুর খোঁচা দিয়ে কথা বলা সে একদমই পছন্দ করে না… ইমু জানে রাগি মেয়েরা ভালো হয়, তারা যাকে ভালোবাসে মন প্রান উজার করেই ভালোবাসে… তাই ইমুও সব সময় প্রস্তুত থাকে মৌ’য়ের রাগ ভাঙ্গানোর জন্য… তাই ইমু চিকন সুরে শুরু করলো –
.
“আতা গাছে তোতা পাখি
আমার পাশে মৌ ..
এতো ডাকি তবু কথা
কয়না কেন বৌ” ..
.
এটা বলাতেই মৌ আর রাগ করে থাকতে পারলো না… হি হি হি করে হেসে দিলো… ইমুও হাসতেছে… খুব সুন্দর একটা মুহূর্ত… এ যেন একজোড়া কবুতর…
.
মেয়েরা সবার উপর রাগ করে না… তার উপরই রাগ করে যে রাগ ভাঙ্গাতে পারে… মেয়েরা তাকেই খুব পছন্দ করে যে হাসাতে পারে… গাল ফুলা রাগ ভেঙ্গে দিয়ে মুখে চিলতি হাসি ফোঁটায়… এক পর্যায়ে মৌ বলে উঠলো –
.
– আচ্ছা তুমি এমন কেন..?
— কেমন..? ভালো না তাই না..?
– তোমার সাথে রাগ করে থাকতে পারি না কেন..? যখনই রাগ করে থাকি এমন কিছু একটা করে বসো, আর রাগ করে থাকা যায় না…
— কি জানি ! হয়তো আমি এমনই…
– সব সময় এমনই থেকো…
— যদি না থাকি..? সময় তো সব কিছু বদলে দেয়… যদি আমিও .
– আবার..?
— এই দেখো একদম চুপ, আর বলবো না…
– মনে থাকে যেন…
.
ইমু ছেলেটা যেমন দুষ্ট টাইপের তেমন ভালোও… তার একটা গুন আছে খুব সহজেই মেয়েদের রাগ ভাঙ্গাতে পারে… যদিও এটা খুব সহজ নয়, তবে ইমুর কাছে খুব একটা কঠিনও নয়… তাই সে মাঝে মধ্যে ইচ্ছে করে মৌ’কে রাগিয়ে দেয়…
.
– এই যে, এসে পড়েছি নামেন…
— চলো ঐ জায়গায়টায় বসি…
– এই জায়গায়টায় আসলে সেই প্রথম দিনের কথা মনে পড়ে যায়… হা হা, আমাদের কত ঝগড়াই না হয়েছিলো…
— ঝগড়া না হলে মনে হয় আমাদের সম্পর্কটা হতো না…
– কেন হতো না..?
— তুমি তো জানো আমার রাগি মেয়ে ভালো লাগে, আর রাগি মেয়েরা ঝগড়াটে হয় —
– তার মানে আমি ঝগড়াটে..?
— নয়তো কি..?
– আমি চললাম…
— আরে শোন শোন, যদি তুমি সেদিন আমার সাথে ঝগড়া না করতা তাহলে তোমাকে নিয়ে এত ভাবতাম না… আর তুমি কি ভাবতে..?
– কি জানি..?
— ভাবতে না… ঝগড়া হয়েছে বলেই তুমি ভাবছো… তেমনি আমিও…
– আচ্ছা বুঝলাম…
— এখন বলো তোমার ঝগড়া করাটা কি ঠিক হইছে নাকি ভুল..?
– মনে হয় ঠিকই ছিলো… তাই তো তোমাকে পেয়েছি…
— হুম, তার মানে তুমি ঝগড়াটে
– উফ, আল্লাহ তুমি কই…
— আকাশে…
.
গল্প : ঝগড়াটে মৌ
লেখক : ইমরান হোসেন (নিরব )