মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন : রাজধানীর উত্তরায় ৫১ নং ওর্য়াড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও যুবলীগ নেতা রতন দেওয়ানের উদ্যেগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার উত্তরার ১৩ নং সেক্টরে অনুষ্ঠিত এ ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর উত্তরা যুবলীগের আইকন খ্যাত যুবনেতা ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন সরকার।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উত্তরা ১ নং ওর্য়াড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন লাভলু, ঢাকা মহানগর উত্তর দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ১ নং ওর্য়াড আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়া উত্তরা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলের সভাপত্ত্বি করেন, যুবনেতা মোহাম্মাদ রতন দেওয়ান।
প্রধান অতিথির বক্তব্যে মামুন সরকার উপস্থিত নেতাকর্মীদের উর্দেশ্যে বলেন, সবাই আমরা বঙ্গবন্ধুর সৈনিক ও বিশ্ব নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছি। তাই আমরা কোন ভাবেই দলের ইমেজের ক্ষতি হয় এমন কোন কর্মকান্ডে জড়িয়ে দলকে কলঙ্কিত করতে চাই না। রমজানের সংযমকে কাজে লাগিয়ে সবাইকে ব্যক্তিগত জীবন গড়ার উপর তাগিদ দেন তিনি।