নিজস্ব প্রতিবেদক :
জামালপুরে,বাংলানিউজটুয়েন্টিফোর.কম,৭১ টিভি ও মানব জমিনের সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গনমাধ্যমকর্মীরা।
শনিবার (১৭জুন)সকাল ১১ টার দিকে উত্তরা প্রেস ক্লাবের উদ্যোগে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে উত্তরা পূর্ব থানার থামনে উত্তরা প্রেস ক্লাব ও উত্তরায় বসবাসরত গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মোঃ রাসেল খান সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দেশে প্রায় সময়ই গনমাধ্যমকর্মীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি। এসময় তারা বলেন আমরা সংবাদ প্রকাশ করার স্বাধীনতা চায়। এখন প্রর্যন্ত কোন সাংবাদিক হত্যার সঠিক বিচার আমরা পায়নি, সাংবাদিক রাষ্টের চতুর্থ স্তম্ভ হলেও তার সঠিক মূল্যালয় করা হচ্ছে না,অনতিবিলম্বে সকল আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ সরকারি কলেজ এলাকায় নাদিমের ওপর আক্রমণ চালায় দুর্বৃত্তরা। এতে প্রচুর রক্তক্ষরণ হয়ে সেখানেই অচেতন হয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন থেকে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নাদিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৫ জুন) বেলা পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।