মনির হোসেন : যায়যায়দিন-এর ১৪তম বর্ষ পূর্তি উপলক্ষে আজ উত্তরায় কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই বেলা সাড়ে বারটায় উত্তরার একটি রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়। এসময় উত্তরায় কর্মরত বিভিন্ন পত্র-পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
তুরাগ (উত্তরা) প্রতিনিধি মোঃ আবু বক্কর সিদ্দিক সুমনের সার্বিক ব্যবস্থাপনায় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে ১৪তম বর্ষ পূর্তি অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান ও শ্রমিক নেতা, হরিরামপুর ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবুল হোসেন ম-ল, উত্তরা প্রেসক্লাব সোসাইটির সাংগঠনিক উপদেষ্টা বদরুল আলম মজুমদার, সভাপতি রাসেল খান, সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন ঢালী, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক স্বপন রানা সোহেল, অর্থ সম্পাদক এ বি সিদ্দিক, সদস্য- রুমন মোস্তাফিজ, আলাউদ্দিন আল আজাদ, গাজী তারেক। এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের উত্তরা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, বিজয় টিভির বিপুল আহমেদ, হৃদয় খান, শিপার মাহমুদ, আলিফ হাসান প্রমুখ।