তুরাগ (উত্তরা) প্রতিনিধি :
উত্তরা জয়নাল মার্কেট সংলগ্ন রেলগেটে ট্রেনে কাটা পড়ে হাসান আলী (২২) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৬ ডিসেম্বর) বিকাল ৩:৩০ মিনিটে ট্রেনে কাটা পড়ে হাসান আলী (২২) মৃত্যু বরণ করেন।
সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার দীঘলবাড়ী গ্রামের বাসিন্দা। তার চাচাতো ভাই আব্দুল আজিজ বলেন, হাসান আলী তার কাছে থেকে উত্তরা আবদুল্লাহপুর মমতাজ উদ্দিন বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এর প্রথম বর্ষ পড়েন।
কলেজ শেষ করে বাসায় ফেরার পথে জয়নাল মার্কেট রেললাইন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। ঘটনাস্থলে বাংলাদেশ রেলওয়ে বিমানবন্দর পুলিশ ফারির এএস সানু মং তদন্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
রেলওয়ে পুলিশের এসআই সুনীল চন্দ্রধর বলেন, ‘এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’