টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : রাজধানী উত্তরার আব্দুল্লাপুর থেকে একটি ঐতিয্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামি’আ মুহাম্মাদিয়া আরাবিয়া নামে এক মাদ্রাসার ছাত্র মুহাঃ মিজানুর রহমান (১২) গতকাল সোমবার নিখোজ হয়েছে। অনেক খোজাখুজির পর তাকে না পেয়ে তার বাবা লিটন মিয়া উত্তরার পূর্ব থানায় একটি জিডি করেন জিডি নং -১৫৭।
নিখোজ ছাত্রের পিতা লিটন মিয়া জানায় মাদ্রাসায় পড়–য়া তার ছেলে মিজানুর রহমান সকাল ৯টায় রাজধানী ঢাকার উত্তর ফায়দাবাদ চড়–ই টেক এলাকার হাজেরা বেগমের বাড়ির ভাড়াটিয়া বাসা থেকে ঢাকা মোহাম্মদপুর মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে আসে কিন্তু আব্দুল্লাপুর আসার পর থেকে সে নিখোজ হয় অদ্যবদী তাকে খুজে পাওয়া যায়নি। সে বাসায় ফেরেনি ও মাদ্রাসায় যায়নি। গত দুইদিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না তার পরনে ছিলো জুব্বা ও পায়জামা মাথায় টুপি ছিলো উচ্চতা ৫ ফিট গায়ের রং ফর্সা। তার পিতার মোবাইল নং ০১৯৩৪০৪০২১০। তার মামার মোবাইল নং ০১৬৮৪৭৭৬৬৫৮।