মোঃসাইফুল ইসলাম একা : রাজধানীর উত্তরা সুইচগেড থেকে ১,৯৫০ পিস ইয়াবা সহ এক সাংবাদিককে গ্রেফতার করেছেন উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতার ক্রিত সাংবাদিক মোঃ মিজান রহমান মনা (৩৬) দাবি করেছেন, তিনি দৈনিক নবচেতনা নামে একটি পত্রিকার সাংবাদিক।
সোমবার(০১/জুলাই ) বিকালে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা এই তথ্য জানান।গ্রেফতার ব্যক্তি হলো দৈনিক নবচেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মিজান রহমান মনা(৩৬)
ওসি তপন চন্দ্র সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এস আই মিজান ও এ এস আই মফিজুল পশ্চিম থানাধীন এলাকার বাসিন্দা মোঃ মিজান রহমান মনা (৩৬)কে সুইচগেড থেকে প্রথমে গ্রেফতার করে। পরে তাকে নিয়ে উত্তরা ১০ নং সেক্টর ২২ নং রোডে অভিযান চালিয়ে ১৭ নাম্বার বাসা থেকে ১,৯৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ক্রিত মোঃ মিজান রহমান মনা (৩৬)পিতা মোঃ লোকমান হোসেন(৫৮) জেলা ফরিদপুর।
থানা ভাঙা। গ্রাম রায়পাড়া সদরদী এলাকার বাসিন্দা। এবিষয়ে জানতে সাইলে উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা জানান, গ্রেফতার ক্রিত মোঃ মিজান রহমান মনা নিজেকে দৈনিক নবচেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার বলে দাবি করেছে। উক্ত মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।