ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে দেশে ৬টি আসনে অনুশীলনমূলক ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। ব্যালট পেপারের পরিবর্তে পরীক্ষামূলক ইভিএম ব্যবহারের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন এই আয়োজন করেছে।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষামূলক ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইভিএম এর মাধ্যমে ঢাকা-৬ ও ১৩ আসন, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই ৬টি আসনে ভোটার ২১ লাখ ২৪ হাজার ৫শ’ ৫৪ জন। ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৯৯ আসনের মধ্যে ঢাকার ২টিসহ ৬টি আসনে ইভিএম ব্যবহার করবে ইসি।