রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল সুপারস্টার নেইমারকে নিয়ে সমালোচনা কম হয়নি। মাঠে তার পড়ে যাওয়া, আঘাত পাওয়ার অভিনয় নিয়ে বিস্তর হাসাহাসি এবং সমালোচনা হয়েছে।
খোদ ব্রাজিল মিডিয়াও তুলোধুনো করেছে নেইমারকে। একটু ঘুরিয়ে হলেও নেইমারের এই আচরণ ভালো চোখে দেখেননি ফুটবল কিংবদন্তি পেলে। কিন্তু যাকে নিয়ে এত কথা, সেই নেইমার সরাসরি অস্বীকার করেছেন সব অভিযোগ। তিনি বলেছেন, তাকে ফাউলের টার্গেট করা হয়েছিল।
কিছুদিন আগে এক সাক্ষাতকারে পেলে বলেছিলেন, ‘নেইমার তার খেলার পাশাপাশি যেসব কর্মকাণ্ড করেছে (পড়ে যাওয়ার অভিনয়), এর থেকে তার মুক্তি পাওয়া কঠিন। আমি তাকে তার সামর্থ্য সম্পর্কে বলেছি এবং আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। ‘
নিজ দেশের ফুটবল কিংবদন্তির এমন মন্তব্যের জবাবে ফ্রান্সের এক টিভিতে দেওয়া সাক্ষাতকারে নেইমার বলেন, ‘পেলের সমালোচনা? আমার কাছে খুব মজার লেগেছে! আপনি যখন জিততে পারবেন না, তখন সমালোচনা হবেই। আমি বিশ্বকাপে মোটেও অভিনয় করিনি। আমাকে ফাউল করার টার্গেটে পরিণত করা হয়েছিল।
‘শিরোপা জয়ের হেক্সা মিশন নিয়ে রাশিয়া বিশ্বকাপে যাওয়া ব্রাজিল কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল। পারফর্মেন্সে নিষ্প্রভ ছিলেন নেইমার। উপরন্তু তার ‘অভিনয়’ নিয়ে হয়েছে বিস্তর সমালোচনা। এই সুযোগে নেইমার প্রতিপক্ষের দ্বারা সত্যি সত্যি ফাউলের শিকার হলেও রেফারি তা এড়িয়ে গেছেন।
নেইমার বলেন, ‘আমি নেইমার বলেই লোকে আজ এসব কথা বলছে। আমি পেলের সমালোচনাকে অবশ্যই সম্মান করি। কিন্তু তার এমন অভিযোগ আমি গ্রহণ করতে পারছি না। ‘