নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার ‘থ্যাঙ্কসগিভিং ডে’ উপলক্ষ্যে বক্তৃতা দেন। সেখানে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত, একে-অপরের সঙ্গে নয়। তিনি সকলকে বিভাজন ও বিভেদ ভুলে একসঙ্গে মহামারির বিরুদ্ধে লড়াই করার আহব্বান জানিয়েছেন। বাইডেন বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে আমরা মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। একে-অপরের সঙ্গে নয়। ভাইরাসের বিরুদ্ধের যুদ্ধে আমাদের মেরুদণ্ড শক্ত রাখতে হবে। আমাদের প্রচেষ্টাগুলোতে দ্বিগুণ করতে হবে। যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পুনরায় কথা দিতে হবে। এই ভাইরাস আমাদের ব্যথিত করছে, প্রাণ কেড়ে হচ্ছে, হতাশা বাড়িয়ে দিচ্ছে।’