নিজস্ব প্রতিবেদক :
সম্প্রতি রূপগঞ্জের ৩০০ ফিট “ডাক্তার বাড়ি” শুটিং হাউজে শেষ হইছে লিমন আহমেদের গল্প অবলম্বনে একক নাটক “শূন্য ভালবাসা ভিডিও গল্প নির্মিত নাটকটির চিত্রনাট্য পরিচালনা করেছেন,এ সময়ের তরুন নির্মাতা রবিউল ইসলাম । এই একক নাটকে অভিনয় শিল্পী ছিলেন, লিমন আহমেদ, প্রিয়া মনি, সাব্বির আহমেদ ও নূর এ কাঞ্চন। এ সময়ের তরুন নির্মাতা রবিউল ইসলাম
বলেন, চমৎকার একটি গল্প নির্ভর একক নাটক করেছি আমরা ! আমি বরাবর মৌলিক গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি, এবারো তার ব্যতিক্রম নয় ভিডিওর গল্প,লোকেশন এবং নির্মান দর্শক রিদয়ে দাগ কাটবে আমার বিশ্বাস ,, আর এ নাটকটিও শ্রোতাদের হৃদয়ে দোলা দেওয়ার মতই ! আশা করছি সব মিলিয়ে দর্শক শ্রোতাদের ভালো লাগবে।
তিনি আরো বলেন, আাশা করছি এই নাটকটি দর্শকমহলে সাড়া ফেলবে বরাবরের মতই এই একক নাটকটি সবার পছন্দের তালিকায় থাকবে বলে আমি শতভাগ আশাবাদী। উক্ত নাটকটি আসছে ২০২৩ সালের জানুয়ারি মাসে ১ম সপ্তাহে অফিশিয়াল রংপুর ড্রামা হাউস (RDH)
ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।