আফগানিস্তানের বামিয়ান প্রদেশে দুটি বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বামিয়ান প্রদেশের পুলিশ প্রধান জাবারদাস্ত সাফাই জানান, রাস্তার পাশে পুতে রাখা বোমা দুটি বিস্ফোরিত হলে দুজন ট্রাফিক পুলিশ কর্মকর্তাসহ ১২ জন নিহত হয়েছে।
আহতদের বেশীরভাগ স্থানীয় রেস্তোরা, দোকানে আগত বেসামরিক নাগরিক বলে জানান ওই পুলিশ প্রধান।
এদিকে জেনেভায় বেশ কয়েকটি দেশ আফগানিস্তানের জন্য বিলিয়ন ডলারের সাহায্য আবেদন করেছে। আশা করা হচ্ছে, দেশটির সরকার ও তালেবানদের সাথে চলমান দুই দশকের যুদ্ধ শেষ হবে।