আত্রাই(নওগাঁ) প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে কওমি এতিম শিশুদের খেলাধুলার ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম।
তার এ আয়োজনে আত্রাই এলাকাবাসির মধ্যে ব্যাপক আলোচিত ও আনন্দিত হয়েছে । আত্রাই উপজেলার ২১টি কওমি মাদ্রসার ১হাজারের ওপর এতিম শিশুরা খেলাধুলায় অংশগ্রহণ করে।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে এ খেলাধুলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছানাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, ব্যবসায়ী এম এ মুহিত, আত্রাই প্রেসক্লাবের সভাপতি মোঃ রুহুল আমীন, ক্রীড়া সংগঠক আবু হাসান, মুনছুর রহমান , শামসুজ্জামান সেন্টু সহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মুহতামিম ও শিক্ষক শিক্ষার্থীরা।
আয়োজন সম্পর্কে জাতআমরুল গ্রামের বিশিষ্ট সার ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন,এতিম শিশুরা সমাজের বিত্তবানদের সাহায্য সহযোগিতা নিয়ে বড় হয়। আমাদর ইউএনও স্যার এ ধরণের একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য সত্যিই তিনি প্রশংসার দাবি রাখেন।