ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। বাংলা চলচ্চিত্রের অন্যতম একজন ভার্সেটাইল অভিনেতা ছিলেন তিনি। ২০১৭ সালের ২৭ মার্চ ঢাকা থেকে ট্রেনে করে সিনেমার শুটিংয়ের জন্য দিনাজপুরে যাওয়ার উদ্দশ্যে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা।
তার চলে যাওয়ার তিন বছর হয়ে গেল আজ। মিজু আহমেদকে ভুলে যাননি তার ভক্ত ও কাছের মানুষরা। সোশ্যাল মিডিয়াতে মিজু আহমেদকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন অনেকেই।
গত ২০১৭ সালের ২৭ মার্চ রাত সাড়ে ৮টায় আহমেদ ইলিয়াস ভূঁইয়ার পরিচালনায় ‘মানুষ কেন অমানুষ’ নামের একটি ছবির শুটিং করতে দিনাজপুর যাওয়ার জন্য কমলাপুর থেকে ট্রেনে রওনা দেন। পথিমধ্যে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
পরিবারের ইচ্ছায় মিজু আহমেদকে কুষ্টিয়া পৌর গোরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।