লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে আলোকিত করার জন্য। তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে।
পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করে না। মন হয় না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি ঠিক সেরকম একজন অতি সাধারণ মানুষ
রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন।
আজ ২ জুলাই মঙ্গলবার সকলের সুপ্রিয় ইমন হাসান খোকনের জন্মদিন। সর্বশেষ রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ পরিবারের উঠোনে যারা নিয়মিত পদচারনা করেন, তারা সবাই ইমন হাসান খোকন কে নিজের বড় ভাইয়ের মতোই শ্রদ্ধা করেন। তাই আজ তার জন্মদিন সবাই মনে রেখেছেন। ছাত্রলীগ পরিবারের সদস্যরা ইমন হাসান খোকন কে সব সময় তাদের একজন অভিভাবক হিসেবে মনে রেখেছে এবং রাখবে।
সবাই আশাবাদী শুধু ছাত্রলীগ নয়, ব্যক্তিগত জীবনেও তিনি সবার পাশেই আছেন এবং এভাবেই থাকবেন সারাজীবন।
আর জন্মদিনের প্রথম প্রহর থেকে মোবাইল ফোন কিংবা ফেইসবুক দুটোতেই শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালোবাসা? সে তো জন্মদিনের প্রথম প্রহর থেকেই বন্ধু, কর্মী, ছোট ভাই আর শুভাকাঙ্ক্ষীদের দখলে। যেন ঈদের মিলনমেলা। আসলেই তো ঈদ।
কারন বন্ধু, কর্মী, ছোট ভাই আর শুভাকাঙ্ক্ষীদের কাছে ইমন হাসান খোকন ভাইয়ের জন্মদিন মানেই বিশেষ কিছু, যা আসে প্রতিবছরে মাত্র একবার। এই দিনে আনন্দ উল্লাস না করলে কি হয়? চলুন দেখে নেয়া যাক ইমন হাসান খোকনের জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কি হচ্ছেঃ
রাজু মোল্লা লিখেছেন,
শুভ জন্মদিন ভাই। অনেক অনেক শুভকামনা রইল।
কিরন ভূঁইয়া লিখেছেন,
শুভ জন্মদিন প্রান প্রিয় বড় ভাই আপনার জন্য রইলো অনেক অনেক দোয়া।
নাজমুল হাসান লিখেছেন,
শুভ জন্মদিন প্রিয় খোকন ভাই
শুভ কামনা ও দোয়া রইলো ভাই আপনার জন্য।
লিখন রাজ লিখেছেন,
আজ আমার খুবই প্রিয় আর প্রচন্ড ভালবাসার একজন মানুষের জন্মদিন ।তার জন্মদিনে অন্তরের অন্ত স্থল থেকে তাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা । শুভ জম্মদিন শ্রদ্ধেয় ভাই
মোস্তাকিম লিখেছেন,
Happy birthday vai jan
এছাড়াও আরো সহস্র হাজার হাজার নেতাকর্মী ইমন হাসান খোকন কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
ইমন হাসান খোকন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সকলের উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন,
আল্লাহ আমাদের সকলকে সর্বদা ভালো রাখুক আমিন। মানুষের প্রত্যেক টা দিন খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য শুভকামনা রইলো।