ওয়েবডেস্ক: ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। গত বছর ফাইনালে উঠলেও, জয় পায়নি তারা। চলতি বছর ফের একবার বাকিদের টেক্কা দিতে তৈরি। দেখে নিন হায়দরাবাদ দলের পাঁচ খেলোয়াড়ের ব্যাপারে যাঁরা চলতি মরশুম নজর কাড়তে পারেন।
দেখে নিন সেই পাঁচ ক্রিকেটারের নাম:
১। কেন উইলিয়ামসন
হায়দরাবাদের হয়ে ২০১৫ সালে আইপিএলে অভিষেক হয় নিউজিল্যান্ড অধিনায়কের। প্রথম মরশুম তেমন নজর কাড়তে পারেননি। গত বছর আইপিএলের সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। ১৭ ম্যাচে ৭৩৫ রান। গড় ৫২.৫০। স্ট্রাইক রেট ১৪২.৪৪। দলের অন্যতম প্রধান ভরসা তিনি।
২। মনিশ পান্ডে
২০১৮ নিলামে হায়দরাবাদের সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন। ১১ কোটি টাকা। হায়দরাবাদের হয়ে ১৫ ম্যাচে ২৮৪ রান রয়েছে তাঁর। গড় ২৫.৮১। রঞ্জি ট্রফিতে কর্নাটকের হয়ে এবং ভারত এ দলের হয়ে, নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে গত ডিসেম্বর বেশ নজর কেড়েছিলেন।
৩। ডেভিড ওয়ার্নার
গত এক বছর বল-বিকৃতি কাণ্ডের জেরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। মার্চ ২৯-য়ে তাঁর সঙ্গে জাতীয় দলে তাঁর সতীর্থ স্টিভ স্মিথের নির্বাসন উঠে যাচ্ছে। ৩১ মার্চ পর্যন্ত একদিনের সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। একইসঙ্গে আইপিএল ফাইনালের আগে বিশ্বকাপের জন্য প্রস্তুতি শিবির রয়েছে অস্ট্রেলিয়ার। ফলে আইপিএলের সব ম্যাচে তাঁকে পাবে না দল। একইসঙ্গে যদি তাঁর দল ফাইনালে ওঠে।
৪। রশিদ খান
হায়দরাবাদ দলের ট্রাম্প কার্ড বলা যেতে পারে তাঁকে। গত বছর ১৭ ম্যাচে ২১ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন আফঘানিস্তানের এই তরুণ স্পিনার। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগেও নজর কেড়েছিলেন। ১৪ ম্যাচে ১৯ উইকেট।
৫। ভুবনেশ্বর কুমার
সানরাইজার্সের অন্যতম নির্ভরযোগ্য বোলার তিনি। তবে বর্তমানে সময়ে চোট আঘাতের কারণে জাতীয় দলে ধারাবাহিকতা দেখাতে পাচ্ছেন না। ২০১৬ এবং ২০১৭ সালে যথাক্রমে ২৩ এবং ২৬ উইকেট নিয়েছিলেন হায়দরাবাদের হয়ে। তবে গত বছর মাত্র ১২টি উইকেট পেয়েছিলেন।