তানভীর আহমেদ, দৌলতখাঁন প্রতিনিধি : অসহায় এবং মধ্যবিত্ত মানুষদের ঘরে রাঁতের আধারে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন ভোলা-২ আসনের সাংসদ আলি আজম মুকুল এমপি।

ব্যাটারিচালিত রিক্সায় করে নিজে একাই পৌছে যাচ্ছেন দুস্থ অসহায় মানুষদের বাড়িতে। ঘরের দরজায় টোকা পড়তেই দরজা খুলে সাংসদকে দেখে অবিশ্বাস্য মনে হচ্ছে সাধারণ মানুষের মাঝে। সাবলিল ভাষায় বলছেন খাদ্য নিয়ে এসেছি আপনার জন্য। এ যেনো এক অনন্য নজির।কোন দেহরক্ষি নেই, নেই গাড়ির হুইসাল। নিজেই বেড়িয়ে পড়ছেন মানব সেবায়। জনসমাগম এড়িয়ে চলার জন্যই তার এই অনন্য সিদ্ধান্ত। করোনা ভাইরাস (কেভিড-১৯) সংকটময় মুহুর্তে দৌলতখান, বোরহানউদ্দিনের মানুষের পাশে বিশ্বাস নিয়ে দাড়িয়ে আছেন তাদের প্রিয় মানুষ মুকুল। সব ভালোবাসা দিয়ে সাহস যোগিয়ে যাচ্ছেন প্রতিমুহুর্তই, হতাশা নয় সচেতনতা ও সরকারের নির্দেশনা মেনেচলতে পরামর্শ দিচ্ছেন। নিজেই শহর থেকে গ্রামে মাইক হাতে মানুষকে বাড়ি থেকে বেরহতে নিষেধ করছেন। এমন সাংসদ আগে কেউ দেখেছে বলে মনে পড়ে না কারো বলে মনে করছেন দৌলতখাঁনের সাধারন মানুষ।পবিত্র সবেবরাতের রাঁতে, মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌছানো মানুষটির জন্য দীর্ঘ হায়াত এর জন্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন অসহায় মানুষগুলো। পৌরসভা, ইউনিয়ন, সব রাস্তাই চেনা তার। যানচালককে রাস্তা চিনিয়ে মানুষের বাড়ি নিয়ে যাচ্ছেন সাংসদ। ছিলনা কোন গনমাধ্যম, তোলা হচ্ছেনা কোন ছবি।

গতকাল বৃহস্পতিবার রাতে এভাবেই প্রায় শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দেন। একান্ত আলাপচারিতায় এমপি মুকুল বলেন, প্রতিটি সমাজেই সাধারন মানুষের সাথে কিছু পরিবার থাকে যারা চক্ষু লজ্জার কারনে কারো কাছে সাহায্য চাইতে পারেনা। তারা ভালো পরিবারের বা বংশের লোক, এমানুষ গুলো কষ্টে থাকলেও কাউকে বলেনা। আমি আমার নির্বাচনি এলাকায় দৌলতখান, বোরহানউদ্দিনে এমন ৪ হাজার পরিবারের তালিকা করেছি।কারো মাধ্যমে নয়, আমি নিজেই রাঁতের আধারে লোকচক্ষুর আড়ালে তাদের কাছে আমার সামান্য উপহার নিয়ে পৌছে যাবো। আমাকে এ মানুষ গুলো তাদের আপন জন হিসেবে জানে। আমি তাদের ভাই, বন্ধু, আত্বীয়, পরিবারের সদস্য হিসেবে তাদের পাশে আছি। যতদিন এ সংকট কাটিয়ে উঠতে না পারবো আমরা তত দিন আমি তাদের সাথে আছি।

সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে, সাধারন মানুষের যাতে খাদ্যে কষ্ট না হয়। সাথে আমার ব্যক্তিগত সহায়তা অব্যাহত রেখেছি। প্রতিদিন মানুষের ঘড়ে দুই উপজেলায় সকাল থেকে রাত পর্যন্ত খাদ্য নিয়ে ছুটছে আমার সেচ্ছেসেবক টিম গুলো। উপজেলা প্রশাসন থেকে দেওয়া হচ্ছে খাদ্য সামগ্রী। চেষ্টা অব্যাহত আছে। মানুষের খাদ্যের কোন কষ্ট হবেনা ইন-শা-আল্লাহ। সবাইকে সাথে নিয়ে সবার সচেতনতায় এ সংকট আমরা কাটিয়ে উঠবো মহান রাব্বুল আল-আমিনের ইচ্ছায়। আল্লাহ আমাদের হেফাজত করবেন। আমি সব সময় দৌলতখান বোরহানউদ্দিনের মানুষের সেবায় নিজেকে উজার করে দিয়েছি। এ সংকট কালিন সময় আমি তাদের পাশে আছি।

মতামত জানান :



 

আজকের শিরোনাম:

তুরাগে রাষ্ট্র কাঠামো রুপরেখা ৩১ দফা বাস্তবায়নের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার সাথে নয়, স্বনামে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল নোয়াখালী উত্তরায় (আসক) ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত  বন্যার্তদের সাহায্যের টাকা আত্মসাতের অভিযোগ নলছিটির ইউনিয়ন বিএনপির দু’নেতার বিরুদ্ধে টার্মিনেশন বাতিল ও ক্ষতিপূরণের দাবিতে শ্রমিকদের বিজিএমইএ ভবনের সমনে অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন তুরাগে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী আটক তুরাগে ছাত্র হত্যা – সস্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির প্রতিবাদ সভা নওগাঁ পলিটেকনিকে ব্লাডগ্রুপিং ক্যাম্পেইন বাংলাদেশ এসোসিয়েশন অফ হংকং এর কার্যনির্বাহী কমিটি গঠন সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে তুরাগে মোমবাতি প্রজ্জ্বলন শাহজাদপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত উত্তরায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৩ শাহজাদপুরে শিক্ষককে পিটিয়ে হত্যার প্রধান ৩ আসামী আটক উল্লাপাড়ায় লিচু ব্যবসায়ীকে ট্রাক থেকে ফেলে হত্যার রহস্য উদঘাটন আটক ৬ শাহজাদপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বিমানবন্দর ও টঙ্গী এলাকা থেকে দলনেতাসহ ০৮জন ছিনতাইকারীকে গ্রেপ্তার এসএসসিতে উত্তরা মডেল একাডেমির অসাধারণ সাফল্য মুরাদনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবসে দেশ ও জাতির শান্তিকামনায় দােয়া করা হয়েছে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ ইমরুল ইসলামের বর্ধিত সভা অনুষ্ঠিত নবজোয়ার তরুন সংঘের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই নারী আসামী গ্রেপ্তার মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজাসহ আটক -১ বেনাপোল সীমান্তে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার বেনাপোলে ওয়ারেন্টভুক্ত পলাতক ৯ আসামি গ্রেফতার রূপগঞ্জে বাণিজ্য মেলা ঢিলেঢালা চলছে স্টল নির্মাণে ধীরগতি